ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

লেবাননে ব্যাপক বিমান  হামলা ইসরাইলের

.

প্রকাশিত: ২১:৪৫, ১ আগস্ট ২০২৫

লেবাননে ব্যাপক বিমান  হামলা ইসরাইলের

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উঠছে

লেবাননের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার এই হামলাগুলো চালায় ইসরাইল। গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রায় প্রতিদিনের লঙ্ঘন হিসেবে এই হামলা চালাল তেলআবিব। খবর আলজাজিরার। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার ইসরাইলের দক্ষিণ সীমান্ত থেকে অনেক দূরে, দেশের পূর্ব ও উত্তর-পূর্ব অংশে বেকা উপত্যকা এবং বালবেকের একটি পাহাড়ি অঞ্চলে কমপক্ষে পাঁচটি বিমান হামলা চালানো হয়েছে। এটি আরও বলেছে, দক্ষিণ লেবাননের গাজিয়েহ এলাকা লক্ষ্য করে আরও হামলা চালিয়েছে ইসরাইল, যার ফলে একটি গুদামে আগুন লেগেছে। স্থানীয় সম্প্রচারক চ্যানেল ১২ জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ নিশ্চিত করেছেন, ইসরাইল লেবাননে হিজবুল্লাহর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎপাদনের বৃহত্তম স্থানে নতুন সহিংস আক্রমণ শুরু করেছে। এদিকে বৃহস্পতিবার সকালে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, হিজবুল্লাহকে তাদের অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তবে ইসরাইলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছেন, ইসরাইল পুরো লেবানন থেকে প্রত্যাহার করে তাদের হামলা বন্ধ না করা পর্যন্ত তারা তাদের অবশিষ্ট অস্ত্রাগার ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করবে না। 

প্যানেল

×