ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মামলা

প্রকাশিত: ০২:০১, ২ আগস্ট ২০২৫; আপডেট: ০২:০২, ২ আগস্ট ২০২৫

মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মামলা

কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানায় ভুক্তভোগী সাংবাদিক মো. ইমরান হোসেন মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো. শাহে ইমরান হোসেন কুমিল্লা কোতোয়ালি থানার পাঁচথুবী এলাকার বাসিন্দা। তিনি দৈনিক খোলা কাগজ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কুমিল্লার সাংবাদিকরা দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশের সব ধরনের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে পড়া ভিডিওতে সবাই দেখেছেন কীভাবে আমাদের সহকর্মীদের ওপর লোহার রড দিয়ে হামলা করা হয়েছে। এই বর্বর হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই। যতদিন না হামলাকারীদের গ্রেফতার করা হবে, ততদিন পুলিশের কোনও ইতিবাচক সংবাদ প্রচার করা হবে না।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ কুমিল্লার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরেই রাজনৈতিক দলের কিছু উগ্র নেতাকর্মী সাংবাদিকদের উদ্দেশ্য করে কটূক্তি ও হুমকি দিয়ে আসছে। তারা দলীয় নেতৃত্বকে এসব নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান, না হলে ভবিষ্যতে সেই দলের কোনও সংবাদ প্রচার না করার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত বুধবার (৩০ জুলাই) মুরাদনগরে সংঘর্ষের সময় স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, এসএ টিভির ভিডিও সাংবাদিক বাপ্পী, দেশ টিভির প্রতিনিধি সুমন কবীর, খোলা কাগজের ইমরান হোসেন, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, বার্তা২৪-এর আবু নাসের মঈন খান এবং পূর্বাসা পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না আহত হন।

এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সাংবাদিক মহল এ ঘটনায় দ্রুত বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

Mily

×