ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বরগুনায় মানবিক সহায়তা ও তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৪, ১ আগস্ট ২০২৫

বরগুনায় মানবিক সহায়তা ও তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

বরগুনার বামনা উপজেলায় মানবিক সহায়তা ও তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালু করলেন কর্নেল (অব.) হারুনুর রশিদ খান। সেবার অঙ্গীকার ও সামাজিক দায়িত্ববোধ থেকে অনুপ্রাণিত হয়ে উপজেলার হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে ৩১ জুলাই ছাত্র-ছাত্রীদের মাঝে জার্সি এবং ফুটবল প্রদান করেন হারুনুর রশিদ খান। এ সময় তার সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মো. হাফিজুর রহমান।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মকে উৎসাহ ও সুযোগ দিয়ে গড়ে তুলতে হবে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের নেতৃত্ব নিতে পারে। এরপর বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন বিতরণ করেন তিনি।

স্যালাইন বিতরণকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সিভিল সার্জন, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ, বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন রশিদ, বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং মিডিয়াকর্মীরা।

স্যালাইন বিতরণ শেষে বামনা প্রেসক্লাবে মতবিনিময় করা হয়। মতবিনিময় শেষে রিকশা, অটোরিকশাচালক এবং বিভিন্ন ক্লাবে গেঞ্জি, জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মো. হাফিজুর রহমান এবং বামনা প্রেসক্লাবের সদস্যরা।

বামনা প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তব্যকালে কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বলেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষকে নিজে থেকে সৎ হতে হবে। তিনি বলেন, নেতৃত্বে সৎ ও নিষ্ঠাবান মানুষ আসতে হবে। আমরা যদি সঠিক নেতৃত্ব দিতে পারি তাহলে খুব শিগগিরই আমাদের দেশের পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।

×