ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশিদের ভিসা আবেদন ফি দ্বিগুণ করল ভারত

প্রকাশিত: ২১:৫৩, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ২১:৫৪, ৩১ জুলাই ২০২৫

বাংলাদেশিদের ভিসা আবেদন ফি দ্বিগুণ করল ভারত

ছবি: সংগৃহীত।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা আবেদন ফি দ্বিগুণ করা হয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ভিসা ফি ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে ভিসা আবেদনের জন্য ফি ছিল ৮০০ টাকা। ২০১৮ সালের পর এই প্রথমবার ভিসা প্রসেসিং ফি বাড়ানো হলো।

আইভ্যাক-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সেবার মান এবং অবকাঠামোগত উন্নয়ন ধরে রাখতে এই পরিবর্তন প্রয়োজন হয়েছে।”

তবে ভারত সরকার স্পষ্ট করেছে, এটি ভিসা ‘ফি’ নয়, বরং প্রসেসিংয়ের চার্জ। বিদ্যমান নীতিমালার আওতায়, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য মূল ভিসা ফি নেয় না। অর্থাৎ, ভারতীয় ভিসা এখনো বিনামূল্যে দেওয়া হচ্ছে—তবে আবেদন প্রক্রিয়ার খরচ হিসেবে এই অর্থ নেওয়া হচ্ছে।

নুসরাত

×