
ছবি: সংগৃহীত
ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিল (CNR) সাম্প্রতিক এক গবেষণায় এমন এক পদার্থ তৈরি করেছেন যা আগে কেবল কল্পবিজ্ঞানে সম্ভব বলে মনে হতো। আলোকে কঠিন পদার্থে রূপান্তর করে তারা সৃষ্টি করেছেন এক অভাবনীয় অবস্থা, যাকে বলা হচ্ছে "কোয়ান্টাম সুপারসলিড"।
এই কোয়ান্টাম সুপারসলিড হলো এমন এক পদার্থ যা একই সঙ্গে কঠিন পদার্থের মতো নিজস্ব গঠন ধরে রাখতে পারে এবং আবার তরলের মতোই কোনো ঘর্ষণ ছাড়াই প্রবাহিত হতে পারে। অর্থাৎ, আলো এখন কেবল দৃশ্যমানই নয় স্পর্শযোগ্য, স্থায়ী এবং পদার্থগত গঠনেও রূপান্তরিত।
এই আবিষ্কার কেবল পদার্থবিজ্ঞানে নয়, কোয়ান্টাম কম্পিউটিং, সুপারকন্ডাক্টিভিটি (ঘর্ষণহীন বিদ্যুৎ পরিবাহিতা), এবং উন্নত অপটিক্যাল প্রযুক্তির দিকেও এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, আমরা এখন কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।
মুমু ২