
চীনের হুনান (Hunan) প্রদেশের মাটির নিচে এক ঐতিহাসিক ও রেকর্ড গড়া স্বর্ণভাণ্ডার আবিষ্কার করেছেন ভূতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের মজুদ হতে পারে। এর বাজারমূল্য প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক স্বর্ণবাজারে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কার শুধু চীনের খনিশিল্প নয়, বরং চীনের অর্থনৈতিক কৌশলেও বড় পরিবর্তন আনতে পারে। এমন এক সময়ে এই খোঁজ মিললো, যখন বৈশ্বিক বাজারে মূল্যবান ধাতুগুলোর চাহিদা এবং দাম ক্রমেই বাড়ছে।
কী পাওয়া গেছে?
চীনা ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, হুনান প্রদেশের ভূপৃষ্ঠের নিচে ব্যাপক পরিমাণে উচ্চমানের সোনা জমা রয়েছে। খনন কাজ পুরোপুরি শুরু হলে এটি হতে পারে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা উত্তোলন কেন্দ্র।
বৈশ্বিক প্রতিক্রিয়া:
এই খবর প্রকাশের পরপরই আন্তর্জাতিক স্বর্ণমূল্যে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই আবিষ্কার চীনের জিও-ইকোনমিক প্রভাব আরও জোরদার করবে এবং দেশটির ডলার নির্ভরতা হ্রাসের পরিকল্পনায় সহায়ক হবে।
চীনের অর্থনৈতিক পরিকল্পনায় নতুন মাত্রা:
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে, চীন ইতোমধ্যেই নিজস্ব সম্পদ ও মুদ্রাভিত্তিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এই বিশাল স্বর্ণমজুদ দেশের রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও এক নতুন মাত্রা যোগ করতে পারে।
Jahan