
ডা. শফিকুর রহমান
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে আজ শনিবার সকাল ৭টায়। শুক্রবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার ওপেন হার্ট সার্জারি করবে। এদিকে আমিরের সুস্থতার জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে অংশ নেওয়ার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ধারণা করা হয়েছিল, গরমের কারণেই তিনি অসুস্থ হয়েছেন। পরে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদপিন্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে। শুরুতে রিং পরানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে- গোলাম পরওয়ার ॥ আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনো গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তার করতে হবে।
তিনি আরও বলেন, দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।
জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি।
জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে জানিয়ে এই জামায়াত নেতা বলেন, একইসঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
প্যানেল