ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজ ফয়সালার পঞ্চম টেস্ট শুরু আজ

বুমরাহ নেই, নেই স্টোকসও

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪০, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ০৫:৩৬, ৩১ জুলাই ২০২৫

বুমরাহ নেই, নেই স্টোকসও

বেন স্টোকস, জাসপ্রিত বুমরাহ

লন্ডনের দ্য কেনিংটন ওভালে ইংল্যান্ড-ভারত ‘অ্যান্ডারসন-টেন্ডুলকর’ পাঁচ টেস্ট সিরিজে ফয়সালার শেষ ম্যাচ শুরু হচ্ছে আজ। চার ম্যাচ শেষে ২-১ এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। এমন গুরুত্বপূর্ণ টেস্টে বোলিংয়ের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত।

পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা মাথায় রেখে ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিমের পরামর্শে বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত হয়েছে। তার বদলে চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন আরেক পেসার আকাশ দ্বীপ। অন্যদিকে চোটের কারণে ইংল্যান্ড পাচ্ছে না অধিনায়ক বেন স্টোকসকে। স্বাগতিকদের নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটার ওলি পোপ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল চারটায়।    
সিরিজ শুরুর আগেই আলোচনা ছিল, সিরিজের পাঁচ টেস্টের কেবল তিনটিতে খেলানো হবে বুমরাহকে। হেডিংলিতে প্রথম টেস্ট খেলার পর এক সপ্তাহ বিরতি থাকলেও এজবাস্টনে পরের টেস্টে তাকে খেলানো হয়নি। এরপর লর্ডস ও ওল্ডট্র্যাফোর্ডে টানা দুই টেস্ট খেলার পর আবার সিরিজ নির্ধারণী ম্যাচে বিশ্রাম পাচ্ছেন ৩১ বছর বয়সী ফাস্ট বোলার। আগের দুই টেস্টে দুর্দান্ত বোলিং করা পেসার ওল্ডট্র্যাফোর্ডে ছিলেন বিবর্ণ। একমাত্র ইনিংসে ৩৩ ওভার  ১১২ রান দিয়ে নিয়েছেন দুটি মাত্র উইকেট।

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তার বোলিংয়ে রান স্পর্শ করেন তিন অঙ্ক। ভারতের একাদশে আরেকটি পরিবর্তন অবধারিতই। চোটে ছিটকে পড়া রিশভ পন্থের জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। এদিকে ওল্ডট্র্যাফোর্ডে ড্র হওয়া চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে টেস্টে ২৪ ওভার বোলিং করে ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন স্টোকস। পরে ব্যাট হাতেও আলো ছড়ান তিনি। খেলেন ১৪১ রানের ঝলমলে ইনিংস।
কিন্তু বিপত্তি দেখা দেয় দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময়। ম্যাচের চতুর্থ দিন কোনো বোলিং করেননি স্টোকস। পঞ্চম দিনে ১১ ওভারে নেন এক উইকেট। তখন বল করার আগে হাত নিয়ে অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে বাইসেপস টেন্ডনের চোটে ভুগছেন স্টোকস। ওভাল টেস্টের একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে ইংলিশরা। ওয়ার্কলোডের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার ব্রাইডন কার্স ও জফ্রা আর্চারকে।  বাদ পড়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন।

প্যানেল হু

×