ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিগত দিনের এমপিরা ছিল ২ হাজার কোটি টাকার মালিক: শাহজাহান চৌধুরী

আব্দুল্লাহ্ আল মারুফ, সাতকানিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:৩৮, ৩১ জুলাই ২০২৫

বিগত দিনের এমপিরা ছিল ২ হাজার কোটি টাকার মালিক: শাহজাহান চৌধুরী

ছবিঃ সংগৃহীত

বিগত দিনে যারা সংসদ সদস্য (এমপি) ছিলেন, তারা একেকজন দুই হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “মাফিয়ারাই এই দেশটাকে সর্বস্বান্ত করে দিয়েছে। কলমের মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, অথচ তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নুর আহমদ চৌধুরীর স্মরণে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি যায়েদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু তাহের, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার আব্দুস সোবাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, অভিভাবক সদস্য মাহবুব আলম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক তাপস পাল এবং সহকারী শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরী, লাভলী তালুকদার, রুমানা আক্তার, সিরাজুল মোস্তফা, মনজুর আলমসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শাহজাহান চৌধুরী বলেন, “গত ১৮ বছরে অর্থনৈতিক দিক দিয়ে এই দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। চোর চুরি করলে তাকে কারাগারে পাঠানো হয়, অথচ যারা কলমের মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করেছে, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই সমাজকে বদলানোর জন্য আমি ৫৪ বছর ধরে একজন কর্মী হিসেবে মানুষের সেবা করে যাচ্ছি। আমরা এমন একটি সমাজ চাই যেখানে থাকবে মানবিকতা, ন্যায়, বৈষম্যহীনতা ও ইনসাফভিত্তিক শাসন। এ দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি।”

তিনি আরও বলেন, “সরকারের দেওয়া ১০০ কোটি টাকার তহবিল থেকে পনেরটি উপজেলায় কাজ চলছে। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা ছিল, তা এখনো পাইনি। আমরা চাই একটি এমন বাংলাদেশ, যেখানে থাকবে না অবিচার, অনাচার, জুলুম, অত্যাচারী শাসক। নতুন বাংলাদেশ গড়তে আপনাদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন, যার নাম হবে – নতুন বাংলাদেশ।”

 

মারিয়া

×