ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট

প্রকাশিত: ১১:১১, ১ আগস্ট ২০২৫; আপডেট: ১১:১২, ১ আগস্ট ২০২৫

জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৭টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বটতলী পাকারমাথা হয়ে ১৫ কিলোমিটার পথ ঘুরে আবার কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।

এ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ জনকে পুরস্কৃত করা হয়। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, "জুলাই-আগস্টকে স্মরণ করা এবং জুলাইয়ের গতি ও উদ্দীপনাকে ধারণ করে শিক্ষার্থীদের শারীরিক বিকাশ সাধন, মাদক থেকে দূরে রাখা এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই এই আয়োজন।"

সজিব

×