ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

উইন্ডিজে ৮-০ জয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৯, ৩০ জুলাই ২০২৫

উইন্ডিজে ৮-০ জয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড

ট্রফি নিয়ে অজি ক্রিকেটারদের উল্লাস

ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর অস্ট্রেলিয়া টি২০ সিরিজ জিতেছে ৫-০ ব্যবধানে। অর্থাৎ ৮-০ করে সফর শেষ  করেছে মাইটি অজিরা। দেশটির জন্য যা নতুন রেকর্ড। নিজেদের সুদীর্ঘ ক্রিকেট ইতিহাসে এক সফরে কোনো ম্যাচ না হেরে বা ড্র না করে তাদের সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি এটি। ২০০৫ সালের নিউজিল্যান্ড সফরেও ৮ জয় ছিল তাদের, তবে সঙ্গে ছিল একটি ড্র। বিশ্বরেকর্ড অবশ্য ছুঁতে পারেনি এই অস্ট্রেলিয়াও।

২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ভারত কোনো ম্যাচ না হেরে বা ড্র না করে জিতেছিল ৯ ম্যাচ! সেন্ট কিটসে শেষ টি২০তে ২ বল বাকি থাকতে ১৭০ রানে অলআউট হয় শাই হোপের উইন্ডিজ। জবাবে ৩ ওভারহ হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় মিচেল মার্শের অস্ট্রেলিয়া। সফরে এর আগে ৩-০ ব্যবধানে টেস্ট জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন প্যাট কামিন্স। তৃতীয় ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরির পর চতুর্থ ম্যাচে বিশ্রামে থাকা টিম ডেভিড একাদশে ফিরে চার ছক্কায় ৩০ রান করেন মাত্র ১২ বলে।
প্রথম ম্যাচে ফিফটি দিয়ে অভিষিক্ত মিচেল ওয়েন তিনটি করে চার ও ছক্কায় ৩৭ রান করেন ১৭ বলে। লোয়ার অর্ডারদের নিয়ে বাকি পথটা পাড়ি দেন অ্যারন হার্ডি (২৮*)। উচ্ছ্বসিত মার্শ বলেন, ‘সিরিজের আগে ভাবতেও পারিনি ৫-০ হবে। তবে আমরা সিরিজজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচের পর দল হিসেবে আমরা এটা আলোচনা করেছি যে, অস্ট্রেলিয়ার কোনো দল আগে সব ম্যাচ জয়ের কীর্তি গড়তে পারেনি।’ ওয়েস্ট ইন্ডিজ এই ধাক্কা হজম করার সময় খুব বেশি পাচ্ছে না।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ যে দুয়ারেই দাঁড়িয়ে। প্রথম ম্যাচটি ফ্লোরিডায় বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টায়। এরপর আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।
অস্ট্রেলিয়া দেশের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সিরিজ শুরু ১০ আগস্ট।

প্যানেল হু

×