ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ভোলার চরফ্যাশনে ৩৬ কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করলো উপজেলা প্রশাসন

নুরুল্লাহ ভূঁইয়া, চরফ্যাশন, ভোলা

প্রকাশিত: ১৪:১৪, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ১৮:০১, ৩০ জুলাই ২০২৫

ভোলার চরফ্যাশনে ৩৬ কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করলো উপজেলা প্রশাসন

চরফ্যাশন উপজেলায় ২০২২ ও ২০২৩ সালে বিভিন্ন শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল এবং সর্বোচ্চ নম্বর অর্জন করায় ৩৬ জন স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (SEIP), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিটি কৃতি শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল এবং সাবেক মেয়র আনম আমিরুল ইসলাম মিন্টিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান। শিক্ষার্থীরা অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করে। শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নুসরাত

×