ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ব্রিটেনজুড়ে বিমান চলাচলে বিশৃঙ্খলা, কারিগরি ত্রুটিতে শতাধিক ফ্লাইট

প্রকাশিত: ০৭:০০, ৩১ জুলাই ২০২৫

ব্রিটেনজুড়ে বিমান চলাচলে বিশৃঙ্খলা, কারিগরি ত্রুটিতে শতাধিক ফ্লাইট

ছবি: সংগৃহীত

 

ব্রিটেনজুড়ে আজ হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে বিমানবন্দরে পৌঁছাতে গিয়ে কিংবা বিমান ধরার সময়, একটি কারিগরি ত্রুটির কারণে। ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (NATS)-এর একটি কারিগরি সমস্যার জেরে ১০০টির বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়।

দক্ষিণ ইংল্যান্ডের ন্যাটস কন্ট্রোল সেন্টারে রাডার সমস্যার কারণে হিথ্রো, গ্যাটউইক, বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ ও এডিনবরার মতো প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

যদিও কর্তৃপক্ষ জানায়, মাত্র ২০ মিনিটেই প্রযুক্তিগত সমস্যা সমাধান করা হয়েছে, তবে তার ফল হিসেবে ঘণ্টার পর ঘণ্টা ধরে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। ৩৫ বছর বয়সী জন কার, যিনি তার ভাইয়ের বিয়েতে যোগ দিতে নরওয়ে যাচ্ছিলেন, বলেন"আমার ফ্লাইট একেবারেই কোনো সতর্কতা ছাড়াই বাতিল করা হয়েছে। এটি একেবারেই বাজে অভিজ্ঞতা।"

অন্যদিকে কিছু যাত্রী পরিস্থিতি সামলে নিতে চেষ্টা করেন। ক্রিট থেকে বার্মিংহামে যাচ্ছিলেন এমন যাত্রী ডেভিড ও তার পরিবার বলেন, তাদের ফ্লাইট প্যারিসে ডাইভার্ট হলেও, “বিমানেই সবার মনোভাব ভালো ছিল।”

ন্যাটসের এক মুখপাত্র বিবিসিকে জানান, এটি মূলত একটি রাডার সমস্যা ছিল এবং সাইবার হামলার কোনো প্রমাণ মেলেনি। বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করার জন্য তারা এয়ারলাইন্সগুলোর সঙ্গে কাজ করছে।

এভিয়েশন অ্যানালিটিকস সংস্থা সিরিয়াম (Cirium) জানায়, এ পর্যন্ত ৬৭টি ডিপারচার ও ৫৫টি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দরে।

আঁখি

×