ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ভূমিকম্পের পর জাপানের সৈকতে চার তিমির রহস্যজনক মৃত্যু !

প্রকাশিত: ০২:০০, ১ আগস্ট ২০২৫; আপডেট: ০২:০২, ১ আগস্ট ২০২৫

ভূমিকম্পের পর জাপানের সৈকতে চার তিমির রহস্যজনক মৃত্যু !

ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ৮.৭-৮.৮ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই জাপানের তাতেয়ামা শহরের উপকূলে চারটি তিমি আটকা পড়েছে। বুধবার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, অন্তত তিনটি বিশাল তিমি তীরের কাছাকাছি শুয়ে আছে। স্থানীয় সূত্র বলছে, এসব তিমিকে এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার থেকেই উপকূলের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা গেছে।

প্রাথমিকভাবে অনেকেই ধরে নিচ্ছিলেন যে, ভূমিকম্প ও সুনামির সঙ্গে তিমি আটকে পড়ার কোনো সম্পর্ক আছে। তবে বিশেষজ্ঞরা পরে জানান, এমন ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক প্রমাণ করা কঠিন এবং এটি কাকতালীয়ও হতে পারে। এদিকে ভূমিকম্পের কারণে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে ব্যাপক সুনামি সতর্কতা জারি করা হয়। প্রায় ১ লাখ মানুষকে ১৩৩টি পৌর এলাকায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপান কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, একাধিকবার বড় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে, তাই সবাইকে উঁচু জায়গায় অবস্থান করার অনুরোধ জানানো হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে সামুদ্রিক পরিবেশে পরিবর্তন আসতে পারে, যা সামুদ্রিক প্রাণীদের আচরণে প্রভাব ফেলতে পারে। তবে এটি এখনও গবেষণার বিষয়।

আঁখি

×