ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ভারতের রাশিয়া থেকে তেল আমদানিতে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২১:৩১, ১ আগস্ট ২০২৫

ভারতের রাশিয়া থেকে তেল আমদানিতে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি মন্তব্য করেছেন, মস্কোর সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারত্বে একটি ‘বিরক্তিকর বাধা’ হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের রাশিয়া থেকে ব্যাপক হারে তেল আমদানি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এই মন্তব্যের একদিন আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল আমদানিকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। ৩০ জুলাই রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে, তাহলে তাদের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক এবং অতিরিক্ত আর্থিক জরিমানা আরোপ করা হবে।

ট্রাম্পের এই বক্তব্যের পরদিন ফক্স নিউজ রেডিও-তে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “ভারত আমাদের মিত্র এবং কৌশলগত অংশীদার হলেও, তাদের রাশিয়া থেকে তেল কেনা আমাদের সম্পর্কের জন্য সমস্যাজনক হয়ে উঠছে।”

রুবিও আরও উল্লেখ করেন, ২০২৪ সালে ভারতের মোট তেল আমদানির ৩৫-৪০ শতাংশ এসেছে রাশিয়া থেকে, যেখানে ২০২১ সালে এই পরিমাণ ছিল মাত্র ৩ শতাংশ। তিনি স্বীকার করেন, ভারতের বড় জ্বালানি চাহিদা এবং রাশিয়ার তুলনামূলক কম দামের তেল এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ।

তবে মার্কিন এই কূটনীতিক হুঁশিয়ার করে বলেন, ভারতের এই তেল আমদানি কার্যক্রম রাশিয়ার ইউক্রেনবিরোধী যুদ্ধ প্রচেষ্টাকে পরোক্ষভাবে সহায়তা করছে।

তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ, কারণ ভারতের সামনে অন্যান্য তেল সরবরাহকারীর সুযোগ থাকা সত্ত্বেও তারা রাশিয়ার ওপর এতটা নির্ভর করছে। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য মোটেই ইতিবাচক নয়।”

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন চাপ তৈরি করতে পারে।

 

রাজু

×