ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

দীর্ঘদিন পর নাটকে রিচি সোলায়মান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ১ আগস্ট ২০২৫

দীর্ঘদিন পর নাটকে রিচি সোলায়মান

.

দীর্ঘ বিরতির পর নতুন নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। ‘কেন দেখা হলো না’ নামের নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্মাণ করেছেন মো. আব্দুল্লাহ আল হারুন।
কিছুদিন আগেই স্বামীর কর্মস্থল আমেরিকাতে গিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। যাবার আগে তিনি তার মনের মতো গল্পের একটি নাটকে অভিনয় করে গেছেন। নাটকের নাম ‘কেন দেখা হলো না’। নাটকটি গত ২৫ জুলাই ইউটিউবে প্রকাশ হয়েছে। দীর্ঘদিন পর রিচির কোনো নতুন নাটক ইউটিউবে প্রকাশ পাওয়ায় দর্শক তা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন। প্রতিদিনই নাটকটির ভিউ অল্প অল্প করে বাড়ছে। নাটকটিতে রিচির সঙ্গে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি, মাহিমা। 
মূলত নাটকটি পেছনে ফেলে আসা দিনের গল্প। কেন দু’জনার সঙ্গে দু’জনার আর দেখা হলো না সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন। 
রিচি সোলায়মান বলেন, নাটকটির গল্প ভাবনা আমার কাছে ভালো লেগেছিল। এখনতো আসলে দেখা যায় যে প্রায় সব নাটকের গল্পেই প্রায় কাছাকাছি বা একই রকমের। কিন্তু ‘কেন দেখা হলো না’ গল্পটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে বিধায় এতে অভিনয় করেছি। তাছাড়া এখন যে সময়ে এসে আমি পৌঁছেছি এখন একটু বুঝে শুনেই নাটক করতে হয়। গল্পটা বুঝতে হয়, নিজের চরিত্রটা মন দিয়ে বুঝতে হয়। নির্মাতাকে ধন্যবাদ এত চমৎকার একটি গল্প নির্বাচনের জন্য। আমাকেও চমৎকার গল্পে এবং চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য। আশাকরি গল্প, লোকেশন, নির্মাণ এবং শিল্পীদের অভিনয় দর্শকের ভালো লাগবে। 
গেল বছরের শেষপ্রান্তে এসে নিজের ইটারনাল বিউটি লাউঞ্জ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণীতে অবস্থিত এই বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। রিচির নিমন্ত্রণেই উদ্বোধনীতে উপস্থিত হয়েছিলেন অপূর্ব। 
আজ থেকে প্রায় আট বছর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘দূরত্ব’ নামক একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন। এতে রিচির সঙ্গে আরও অভিনয় করেছিলেন ইরেশ যাকের, আফরান নিশো ও নূসরাত ইমরোজ তিশা। রিচি জানান, আপাতত স্বামী সন্তানের সঙ্গে আছেন। বেশ কয়েকমাস থাকার পর তিনি দেশে ফিরবেন।

প্যানেল

×