ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ইসরাইল ইচ্ছাকৃতভাবে এটি করছে ॥ গাজার মিডিয়া অফিস

গাজায় প্রবেশের পর লুট হচ্ছে ত্রাণের ট্রাক

.

প্রকাশিত: ২১:৩১, ১ আগস্ট ২০২৫

গাজায় প্রবেশের পর লুট হচ্ছে ত্রাণের ট্রাক

অনুমতি পাওয়ার পর গাজার ভেতরে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে

গত মাসের শেষ দিকে ইসরাইল ১০৪টি ত্রাণবাহী ট্রাক গাজার ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই লুটপাটের শিকার হয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের দাবি, ইসরাইলই এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা ইচ্ছাকৃতভাবেই এটি করছে। ইসরাইলের এ কৌশল গাজায় কাঠামোবদ্ধভাবে সৃষ্ট বিশৃঙ্খলা ও ক্ষুধানীতিরই অংশ। খবর আনাদোলু এজেন্সির।
তারা অভিযোগ করে, ইসরাইলের মূল উদ্দেশ্য হলো- মানবিক সহায়তা কার্যক্রম ধ্বংস করে দেওয়া এবং বেসামরিক জনগণের কাছে ত্রাণ না পৌঁছাতে দেওয়া। বিবৃতিতে আরও জানানো হয়, গাজায় স্বাস্থ্য, খাদ্য ও সেবা খাতের ন্যূনতম চাহিদা পূরণে প্রতিদিন কমপক্ষে ৬০০টি ত্রাণ ও জ্বালানিবাহী ট্রাক প্রয়োজন। এমন অবস্থার জন্য ইসরাইল এবং তাদের সহযোগী দেশগুলোকে সম্পূর্ণ দায়ী করে বিবৃতিতে বলা হয়, অবিলম্বে সীমান্ত পয়েন্টগুলো সম্পূর্ণভাবে খুলে দিতে হবে যাতে ত্রাণ যথাযথভাবে প্রবেশ করতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯১ জন শিশু। স্থানীয় সূত্রগুলো জানায়, ইসরাইল পাঁচ মাসের বেশি সময় ধরে গাজার সীমান্ত বন্ধ রেখেছে, যার ফলে শিশুখাদ্য, ওষুধ এবং ন্যূনতম খাদ্যসামগ্রীর প্রবেশও বন্ধ হয়ে আছে। এদিকে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ১৮ হাজার ৫৯২ শিশু নিহত হয়েছে। এমন তথ্যই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত শিশুদের মধ্যে কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, নিহত শিশুদের অনেকেই ছিল জীবনের একেবারে প্রারম্ভে। কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা গেছে। তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ নবজাতক জন্মদিনেই, ৫ জন প্রথম দিনে, ৫ জন দ্বিতীয় দিনে এবং ৮ জন তৃতীয় দিনে নিহত হয়। মন্ত্রণালয় আরও জানায়, নিহত শিশুদের মধ্যে ১ মাস বয়সী ৮৮ জন, ২ মাস বয়সী ৯০ জন এবং ৩ মাস বয়সী ৭৮ জন ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ইসরাইল গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬০ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিরন্তর হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। 

প্যানেল

×