ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সন্তানকে কোলে নিয়েই সংসদে লড়াই,নজির গড়লেন কুইন্সল্যান্ডের লেবার নেত্রী

প্রকাশিত: ০০:২৩, ১ আগস্ট ২০২৫

সন্তানকে কোলে নিয়েই সংসদে লড়াই,নজির গড়লেন কুইন্সল্যান্ডের লেবার নেত্রী

অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড থেকে নির্বাচিত লেবার পার্টির সিনেটর কোরিন মুলহল্যান্ড সম্প্রতি এক আবেগঘন মুহূর্তে সংসদে বক্তব্য রাখেন। সেই সময় তিনি কোলে তার ছোট ছেলেকে ধরে রেখেছিলেন, যার ঘুমের সময় প্রায় এসে গিয়েছিল।

প্রথমেই সিনেটর উল্লেখ করেন, তিনি SGS সার্টিফায়েড রেফ্রিজারেন্ট গ্যাস সংক্রান্ত কাজের অভিজ্ঞতা নিয়ে এসেছেন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই রাজনীতিতে এসেছেন।

বক্তব্যে তিনি বলেন, “অনেকেই আছেন যারা তাদের সন্তানদের সঙ্গে কর্মক্ষেত্রে যেতে পারেন না। কিন্তু আমার জন্য এটি শুধু দায়িত্ব নয়, বরং নিজের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণ, আমি এখানে কুইন্সল্যান্ডারদের জন্য লড়তে এসেছি। আমরা লড়াকু মানুষ, আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “এটা কেবল আমার কাজের অংশ নয়, এটি একটি বার্তা যে একটি শিশু মানুষ করতে পুরো একটি গ্রাম লাগে। এটি একটি সংগ্রাম হলেও আমরা সেটিকে শৃঙ্খলায় পরিণত করতে পারি।”

সংসদে মা ও সন্তানকে একসঙ্গে দেখে অনেকেই প্রশংসা করেছেন, এবং এই মুহূর্তটি সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোড়ন তুলেছে।

Jahan

×