
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে স্পিনার প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম পাশে ইত্যাদি পয়েন্টে ডলফিনটি দেখতে পান। ডলফিনটির মাথা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে.এম. বাচ্চু জানান, দুপুরের জোয়ারে ডলফিনটি ভেসে এসেছে। এরপর ডলফিনটি তাঁরা দেখতে পান। ডলফিনটির পুরো শরীরের চামড়া উঠে গেছে। এর মাথা ও পেটের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।
কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, ডলফিন রক্ষা কমিটির সদস্যদের কাছে খবর পেয়ে আমরা ঘটনা স্থান পরিদর্শন করি। যাতে পরিবেশের কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে ডলফিনটি মাটি চাপা দেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করি।কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ডলফিন রক্ষায় জেলেদের সচেতন করতে কাজ করছেন "কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বৃহস্পতিবার শেষ বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতের ইত্যাদি পয়েন্টে স্পিনার প্রজাতির একটি মৃত ডলফিন সৈকতে ভেসে উঠেছে। আমাদের টিমের সদস্য রাজু দেখে বিষয়টি আমাদের অবগত করেন। গত ৮ বছর ধরে ডলফিন মৃতের ঘটনা উদঘাটনের জন্য আমরা সরকারি ও বেসরকারি সংস্থাগুলো স্মরনাপন্ন হলেও কোনো নিদিষ্ট তথ্য দিতে পারেনি। বিষয়টি পৌরসভা ও বন বিভাগকে জানানো হয়েছে।
রাজু