ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

হুথি নেতার হুঁশিয়ারি

ইসরায়েলের পক্ষে থাকলেই সর্বনাশ, হুথিদের হামলা এবার বিশ্ববাণিজ্যের দিকে

প্রকাশিত: ০০:০২, ১ আগস্ট ২০২৫

ইসরায়েলের পক্ষে থাকলেই সর্বনাশ, হুথিদের হামলা এবার বিশ্ববাণিজ্যের দিকে

ইয়েমেনভিত্তিক হুথি আন্দোলনের শীর্ষ নেতা আবদুল মালিক আল-হুথি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কোম্পানির জাহাজকেই এবার তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজায় চলমান যুদ্ধ এবং ইসরায়েল আরোপিত দুর্ভিক্ষের জবাবে এই “চতুর্থ ধাপের” হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

টেলিভিশনে প্রচারিত এক দীর্ঘ ভাষণে (প্রায় ১০০ মিনিট) তিনি বলেন, “আমাদের সামরিক বাহিনী এসব কোম্পানিকে টার্গেট করার পূর্ণ সক্ষমতা রাখে।” তিনি বলেন, “হামলার পরিসর বাড়ানো এখন একটি জরুরি পদক্ষেপ।”

আল-হুথি সতর্ক করে বলেন, “যে কেউ ইসরায়েলি শত্রুর পক্ষে দাঁড়ানোর সাহস দেখাবে, বিশ্বাসঘাতকতা ও অপরাধের সব হাতিয়ার ব্যবহার করে তাকে আমরা সতর্ক করছি।”

তিনি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে সমালোচনা করে বলেন, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না। সেই সঙ্গে তিনি আহ্বান জানান, যেসব আরব দেশ এখনও ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তারা যেন কলম্বিয়ার মতো পদক্ষেপ নেয়। উল্লেখ্য, কলম্বিয়া সম্প্রতি ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করেছে।

হুথি নেতা জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এ সপ্তাহে তারা ১০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছে, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।

তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে জড়িত অথবা ইসরায়েলে পণ্য পরিবহনকারী যেকোনো প্রতিষ্ঠান এখন থেকে হুথি হামলার ঝুঁকিতে রয়েছে।

Jahan

আরো পড়ুন  

×