ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বাঁধন-সোহানা সাবার দ্বন্দ্বে সরগরম শোবিজ অঙ্গন

প্রকাশিত: ২০:২০, ১ আগস্ট ২০২৫

বাঁধন-সোহানা সাবার দ্বন্দ্বে সরগরম শোবিজ অঙ্গন

জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানকে ঘিরে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী বাঁধন। শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন ও সোশ্যাল মিডিয়ায় অবস্থান তাকে এনে দেয় প্রশংসা ও সমালোচনা দুটোই। অন্যদিকে, আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপ ইস্যুতে সোহানা সাবার নাম উঠে আসে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে।

দুই তারকার মধ্যকার ভার্চুয়াল দ্বন্দ্ব শুরু হয় গত বৃহস্পতিবার, যখন বাঁধনের একটি পোস্টে করা সমালোচনামূলক মন্তব্যের স্ক্রিনশট নিজের টাইমলাইনে শেয়ার করেন সোহানা সাবা। তিনি লেখেন, এটি সম্ভবত মুছে ফেলা হয়েছে বা বাঁধনের দ্বারা ব্লক করা হয়েছে, তাই স্ক্রিনশট সংরক্ষণ করে শেয়ার করলেন।

পরে বাঁধন নাম উল্লেখ না করে দেন দীর্ঘ প্রতিক্রিয়া। তিনি অভিযোগ করেন, তারই কিছু সহকর্মী ইন্টারনেটে তার বিরুদ্ধে অপমানজনক ও অমানবিক আক্রমণ চালাচ্ছেন।

বাঁধনের বক্তব্যের ভাষা দেখে অনেকেই ধারণা করছেন, তা সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ করেই লেখা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দুই শিল্পীর এই মতবিরোধ বর্তমানে শোবিজ অঙ্গনের অন্যতম টক অব দ্য টাউন।

 

রাজু

×