ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ভিসার মেয়াদ শেষ? সৌদি সরকার দিল সুখবর!

প্রকাশিত: ২০:০৮, ৩০ জুলাই ২০২৫

ভিসার মেয়াদ শেষ? সৌদি সরকার দিল সুখবর!

ছবিঃ সংগৃহীত

সৌদি আরব সম্প্রতি এমন ভিজিট ভিসাধারীদের জন্য একটি নতুন সুযোগ ঘোষণা করেছে, যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা বর্তমানে দেশটিতে অবৈধভাবে অবস্থান করছেন।

নতুন নীতিমালার আওতায়, সৌদি সরকার ভিসার মেয়াদোত্তীর্ণ ভিসিটরদের দেশে ফেরার জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় (গ্রেস পিরিয়ড) দিয়েছে।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশ করেছে।

তাদের জানানো তথ্য অনুযায়ী, ২৬ জুলাই ২০২৫ থেকে, যেসব ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদিতে অবস্থান করছেন, তাঁদের ৩০ দিনের মধ্যে দেশত্যাগ করার সুযোগ দেওয়া হবে। এই সুযোগ সব ধরনের ভিজিট ভিসাধারীদের জন্য প্রযোজ্য — ক্যাটাগরি যাই হোক না কেন।

এই উদ্যোগটি প্রথম চালু হয়েছিল চলতি বছরের জুন মাসে, এবং বর্তমানে এটি বর্ধিত করা হয়েছে। সৌদি সরকার চায়, বসবাস ও অভিবাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রবাসীরা আরও সচেতন হোক।

কারা এই সুবিধা পাবেন?

নিম্নোক্ত ভিসাধারীরা এই ৩০ দিনের গ্রেস পিরিয়ডের জন্য আবেদন করতে পারবেন—

  • পরিবারভিত্তিক ভিজিট ভিসাধারী

  • ব্যবসায়িক ভিজিট ভিসাধারী

  • একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ও একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল এন্ট্রি) ভিসাধারী

কীভাবে এই সুযোগ গ্রহণ করবেন?

এই গ্রেস পিরিয়ড সুবিধা পাওয়ার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রযোজ্য ফি এবং জরিমানা পরিশোধ করুন

  • অনলাইন প্ল্যাটফর্ম আবশের (Absher)-এ লগইন করে তাওয়াসুল (Tawasul) সেবার মাধ্যমে আবেদন করুন

  • আবেদন অনুমোদনের পর আপনাকে ৩০ দিনের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে

আবির

×