ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

‘তাদের মরার অর্থনীতি নিয়ে একসঙ্গে ডুবে যাক’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ১১:৩৩, ৩১ জুলাই ২০২৫

‘তাদের মরার অর্থনীতি নিয়ে একসঙ্গে ডুবে যাক’

ছবি: সংগৃহীত

ভারত ও রাশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি পরোয়া করি না ভারত রাশিয়ার সঙ্গে কী করছে। তারা চাইলে একসঙ্গে তাদের মরার মতো অর্থনীতি নিয়ে ডুবে যাক!”

ট্রাম্পের ভাষ্য মতে, “আমরা ভারতের সঙ্গে খুবই কম ব্যবসা করি, কারণ তাদের শুল্কহার বিশ্বে অন্যতম সর্বোচ্চ। তারা আমাদের জন্য খুব একটা সহায়ক নয়।”

শুধু ভারতই নয়, রাশিয়ার ক্ষেত্রেও ট্রাম্পের অবস্থান কঠোর। তিনি বলেন, “রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় কোনো বাণিজ্যই হয় না। সেভাবেই থাকুক।”

এই বক্তব্যের ঠিক একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ভারত থেকে আসা আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেন। পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্কের জন্য ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক পদক্ষেপও নেওয়ার কথা জানান।

যুক্তরাষ্ট্রের এমন মনোভাব আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষ করে রাশিয়া-ভারত দীর্ঘদিনের মিত্রতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব, এই দুই অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: https://www.hindustantimes.com/world-news/us-news/donald-trumps-fresh-attack-on-india-russia-ties-they-can-take-their-dead-economies-down-together-101753935017370.html

মুমু ২

×