
ছবি: সংগৃহীত
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি সুস্থ মানুষের তুলনায় ১.৪ গুণ বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে ডায়াবেটিস রোগীদের শরীর স্বাভাবিকভাবে ঘাম উৎপাদন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে, যার ফলে তাদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।
গবেষণাটিতে উল্লেখ করা হয়, ডায়াবেটিসের কারণে রক্তনালীর কার্যকারিতা কমে যায় এবং স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এতে তাপমাত্রা সামাল দেওয়ার স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াগুলো ব্যাহত হয়। ফলে উচ্চ তাপমাত্রায় শরীর অতিরিক্ত গরম হয়ে হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি করে।
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, ডায়াবেটিস রোগীদের জন্য গ্রীষ্মকালে পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং ঠাণ্ডা পরিবেশে থাকার ওপর জোর দেওয়া উচিত।
বিশেষজ্ঞরা আরও বলেন, "ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শরীরের অভ্যন্তরীণ জৈবপ্রক্রিয়াগুলো আরও দুর্বল হয়ে পড়ে। তাই গ্রীষ্মের সময় রোগীকে বাড়তি সতর্ক থাকতে হবে।"
উল্লেখ্য, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর গরমের মাত্রা বাড়ছে, যা ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
আসিফ