
ছবি: সংগৃহীত
অভূতপূর্ব বৈজ্ঞানিক আবিষ্কার ছত্রাক বা ফাঙ্গাস কেবল নিঃশব্দ প্রাণী নয়, তারা হয়তো নিজেদের মধ্যে বিদ্যুৎ-ভিত্তিক ভাষায় ‘কথা বলে’। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড-এর ‘আনকনভেনশনাল কম্পিউটিং ল্যাব’-এর গবেষক ড. অ্যান্ড্রু অ্যাডামাটজকি এবং তার দল ছত্রাকের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
চার ধরনের ছত্রাক ঘোস্ট ফাঙ্গাস, এনোকি মাশরুম, স্প্লিট গিল ও ক্যাটারপিলার ফাঙ্গাস এর বৈদ্যুতিক কার্যকলাপ অতি সংবেদনশীল ইলেকট্রোডের মাধ্যমে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। অবাক করার মতো বিষয় হলো, এসব সংকেতের গঠনে এমন ছন্দ ও কাঠামো রয়েছে, যা প্রায় ৫০ শব্দের একটি ‘ভাষা’ গঠনের মতো জটিল।
এই বৈদ্যুতিক স্পন্দনগুলো ছত্রাকের মাইসেলিয়াম নামক অন্তঃসংযোগমূলক জালিকার মাধ্যমে ছড়ায়, যা গাছপালার শিকড়ের নিচে বিস্তৃত থাকে। প্রতিটি ছত্রাক প্রজাতির সংকেতের ধরণ আলাদা এবং তা পরিবেশগত পরিবর্তনের প্রতিক্রিয়ায় বদলে যায় যা বোঝায়, ছত্রাক শুধু প্রতিক্রিয়া নয়, বরং নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান বা সমন্বয় করতে পারে।
এই আবিষ্কার ভবিষ্যতের জীববিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। 'জীবন্ত কম্পিউটার' বা জীব-অনুপ্রাণিত প্রযুক্তি উন্নয়নের পথও তৈরি হতে পারে এই ছত্রাকীয় ভাষা বিশ্লেষণের মাধ্যমে। গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে Royal Society Open Science এ। গবেষকরা বলছেন, "আমাদের পায়ের নিচে চলা এই নিঃশব্দ কথোপকথন হয়তো ভাবনার থেকেও জটিল ও বিস্ময়কর!"
সূত্র:
Adamatzky, A. (2025), Royal Society Open Science
University of the West of England, Unconventional Computing Laboratory
আঁখি