ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

প্রকাশিত: ১৭:১১, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ১৭:১২, ৩০ জুলাই ২০২৫

ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত।

আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় যুক্তরাজ্য। তবে এর জন্য ইসরায়েলকে চারটি স্পষ্ট শর্ত দিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি এক জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এই ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২৯ জুলাই অনুষ্ঠিত ওই বৈঠকে স্টারমার বলেন, গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা বিগত দশকের মধ্যে সবচেয়ে সংকটময় অবস্থায় পৌঁছেছে।

ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের চারটি শর্ত:
১. গাজায় মানবিক সংকট নিরসন এবং প্রতিদিন অন্তত ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি,
২. যুদ্ধবিরতিতে সম্মতি,
৩. পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন বন্ধের সুস্পষ্ট প্রতিশ্রুতি,
৪. দ্বিরাষ্ট্র সমাধানে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ।

প্রধানমন্ত্রী স্টারমার আরও বলেন, যদি ইসরায়েল এসব শর্ত না মানে, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের আগেই যুক্তরাজ্য একতরফাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

তিনি হামাসের প্রতিও আহ্বান জানান—অবশিষ্ট জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতিতে সম্মতি ও গাজার শাসনে তাদের সম্পৃক্ততা বন্ধ করতে হবে।

কিয়ার স্টারমার স্পষ্ট করে জানান, হামাস এবং ইসরায়েলকে তারা এক কাতারে বিবেচনা করছেন না। যুক্তরাজ্যের উদ্দেশ্য হলো, একদিকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং অন্যদিকে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্রের সহাবস্থান নিশ্চিত করা।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এর আগে ফ্রান্সও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এবং সে অনুযায়ী একটি রোডম্যাপ প্রণয়ন করে। তবে যুক্তরাষ্ট্র এই স্বীকৃতি পরিকল্পনার বিরোধিতা করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নুসরাত

×