
ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং মৌলিক অধিকার সম্প্রসারণসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠকটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়। এতে অংশ নেবে দেশের সব রাজনৈতিক দল।
আলোচনার প্রধান এজেন্ডা হিসেবে রয়েছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধানের চূড়ান্ত রূপ দেওয়া।
এছাড়া বৈঠকে উচ্চকক্ষ গঠনের পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন ও ক্ষমতা কাঠামো, এবং নাগরিকদের মৌলিক অধিকার বিস্তারের বিষয়েও আলোচনা হবে।
কমিশন আশা করছে, আজকের বৈঠকের মধ্য দিয়ে অমীমাংসিত প্রস্তাবগুলোর নিষ্পত্তি সম্ভব হবে।
মুমু ২