
ছবিঃ সংগৃহীত
গুগল জানিয়েছে, তাদের অ্যাকাউন্টগুলোর ওপর সাইবার হামলা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে। শুধু ২০২৪ সালেই জিমেইলে দুই-স্তরের নিরাপত্তা (2FA) বাইপাস করার চেষ্টায় ৮৪% পর্যন্ত বৃদ্ধি হয়েছে, আর ২০২৫ সালে সেই হামলা আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠেছে।
বিশ্বজুড়ে জিমেইলের প্রায় ২.৫ বিলিয়ন ব্যবহারকারী আছেন, আর হ্যাকারদের প্রধান লক্ষ্য এখন এই বিশাল গ্রাহকগোষ্ঠী। গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক অ্যান্ডি ওয়েন জানিয়েছেন,
"গুগল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রায় ৩৭% ঘটনার পেছনে রয়েছে ফিশিং ও লগইন তথ্য চুরি।"
গুগলের পরামর্শ: পাসওয়ার্ড বাদ দিয়ে এখনই ‘পাসকি’ ব্যবহার শুরু করুন
গুগল বলছে, সবার—হোক সেটা ফ্রি বা পেইড অ্যাকাউন্ট—এখনই পাসওয়ার্ড বাদ দিয়ে ‘পাসকি’ (Passkey) চালু করা উচিত।
পাসকি হচ্ছে এমন একটি আধুনিক ও নিরাপদ সাইন-ইন পদ্ধতি, যা সরাসরি আপনার ডিভাইসের সঙ্গে সংযুক্ত। ফলে চুরি বা প্রতারণার মাধ্যমে পাসকি নেওয়া সম্ভব নয়।
পাসকি ব্যবহারের ৩টি মূল সুবিধা:
-
বেশি নিরাপদ — হ্যাকাররা চাইলেও এটি চুরি করতে পারবে না।
-
ব্যবহার সহজ — শুধু ফোনের ফিঙ্গারপ্রিন্ট, পিন বা ফেস আইডি ব্যবহারেই লগইন করা যাবে।
-
পুনঃব্যবহারের ঝুঁকি নেই — প্রতিটি ওয়েবসাইট বা অ্যাপের জন্য আলাদা পাসকি তৈরি হয়।
আরও যেসব নতুন সুরক্ষা ব্যবস্থা চালু হচ্ছে (ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য):
-
ডিভাইস-বাউন্ড সেশন ক্রেডেনশিয়াল (DBSC): লগইনের পর যেন শুধু আপনার ডিভাইস থেকেই অ্যাকাউন্ট ব্যবহৃত হয়, সেটি নিশ্চিত করে।
-
শেয়ার্ড সিগন্যাল ফ্রেমওয়ার্ক: অ্যাকাউন্ট হ্যাক ঠেকাতে সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তথ্য বিনিময়ের জন্য বিশেষ প্রযুক্তি।
আপনি এখনই যা করবেন:
-
জিমেইল অ্যাকাউন্টে গিয়ে পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি চালু করুন।
-
দুই-স্তরের নিরাপত্তা (2FA) চালু রাখুন।
-
অপরিচিত লিংকে ক্লিক বা মেসেজে রিপ্লাই করবেন না।
আপনার ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে আজই পদক্ষেপ নিন। নিরাপদ ইমেইল ব্যবহারে গুগলের এই সতর্কবার্তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
আবির