
সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)-এর জুলাই/২০২৫ মাসের বরাদ্দকৃত পণ্য বিতরণ করা হয়েছে। কিন্তু বরাদ্ধ দেরিতে হওয়ায় নির্ধারিত প্যাকেজে বিতরণ হয়নি চাউল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার হলেও ডিলাররা বলছেন, কার্ডধারিদের চাউল দেওয়া হবেনা এমন না, বরাদ্ধ জটিলতায় তখন চাউল দেয়া হয়নি।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ১০ হাজার ৮৯৩ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী এই সুবিধার আওতায় এসেছেন। জুলাই মাসের বরাদ্ধকৃত প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি বিতরণ করা কথা থাকলেও তখন বিতরণ করা হয়নি চাউল। এ নিয়ে ডিলার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হয়। পরবর্তীতে সেই সকল সুবিধা ভোগিদের চাউল বরাদ্ধ হলে এলাকায় মাইকিং করে প্রচারনা চালিয়ে যথাযথ নিয়মে টিসিবি এ্যাপ্স এর মাধ্যমে স্ক্যান করে চাউল বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে, এস এম ট্রেডার্স এর ডিলার মঞ্জুরুল হাসান মিন্টু, সুমন এন্টারপ্রাইজের রেদুয়ান আহম্মেদ সুমন ও মিলন এন্টারপ্রাইজের সেলিম রেজা মিলন জানান, আমরা যখন মাল বিতরণ করেছি তখন চাউলের বরাদ্ধ হয়নি, এ দিকে টিসিবি,র এ্যাপ্স এর তারিখ ছিলো ২৫ জুলাই যেহেতু নির্ধারিত সময় চলে যাচ্ছে এ্যাপ্সও বন্ধ হয়ে যাবে তাই প্রশাসনের অনুমতি নিয়ে বিতরণ করে দিয়েছি। পরর্তীতে মাসের শেষ দিকে চাউল বরাদ্ধ হলে চাউল উত্তোলন করে সুবিধা ভোগিদের অবগতির জন্য মাউকিং করে এখন বিতরন করতেছি।
তারা আরো বলেন, টিসিবির পণ্য বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করা হয়। যদি কোনো গ্রাহক পণ্য নিতে না আসেন, তবে সেই গ্রাহকের পণ্য স্মার্ট কার্ড ছাড়া বাইরে বিক্রি করা সম্ভব নয়। একই সাথে, পরবর্তী মাসে ওই গ্রাহকের জন্য আর অর্ডার করা যায় না। অর্থাৎ, টিসিবির পণ্য টিসিবি নিবন্ধিত গ্রাহক ছাড়া অন্য কারও কাছে বিক্রি করা অসম্ভব।
আঁখি