
এক সময় গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে বাঁশের তৈরি জিনিসপত্র ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আধুনিক প্লাস্টিক ও মেশিনের যুগে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জীবিকা হারানোর শঙ্কায় দিন পার করছেন বাঁশশিল্পের সাথে জড়িত কারিগররা।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় এখনও কিছু পরিবার রয়েছে, যারা পুরোনো ঐতিহ্য ধরে রেখেছে। তারা তৈরি করেন টুকরি, ঝুড়ি, কুলা, চালনি বাঁশের চেয়ার, সহ নানা ধরনের জিনিস। তবে খরচ বাড়া, কাঠামোগত সহযোগিতা না থাকা এবং বাজার সংকোচনের কারণে এ শিল্প এখন হুমকির মুখে দাঁড়িয়ে পরেছে।
স্থানীয় বাঁশ কারিগর লক্ষি রায় জানান,
আগে দৈনিক ২০-২৫ টি পণ্য বিক্রি হতো, এখন তা ৫টিও হয় না। সরকার যদি একটু প্রশিক্ষণ ও সহায়তা দিত, তবে আমরা টিকে থাকতে পারতাম।
জেলা শিল্প ও হস্তশিল্প কার্যালয় সূত্রে জানা গেছে, বাঁশ শিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগের পরিকল্পনা থাকলেও তা এখনও বাস্তবায়নের পর্যায়ে আসেনি।
বাঁশ শিল্প শুধু অর্থনীতির অংশ নয়, এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের অংশ। সময় এসেছে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার।
Jahan