
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের একটি বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, “৩৬০ বিগ পেন্ডুলাম” নামের একটি রাইড চলাকালে হঠাৎ ভেঙে পড়ে। যাত্রীবোঝাই গোলাকার ক্যারোসেলটি পেন্ডুলামের অপর প্রান্তে সজোরে আঘাত করে এবং পরে নিচে আছড়ে পড়ে।
বুধবার সন্ধ্যায় সৌদির তাইফ শহরের আল-হাদা এলাকায় অবস্থিত একটি বিনোদন পার্কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আরব নিউজ’।
ঘটনার পর অঞ্চলটির গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন সৌদ বিন আবদুলআজিজ অবিলম্বে রিসোর্টটি বন্ধের নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।
সানজানা