ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর পাকড়াও করে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০৭:৫২, ১ আগস্ট ২০২৫

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর পাকড়াও করে পুলিশে সোপর্দ

ছবি: জনকণ্ঠ

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে আমির হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ বিকেলে বালিয়াতলীর আমতলী পাড়া থেকে তাকে পাকড়াও করা হয়।

এর আগে সোমবার রাতে ওই গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে দুইটি ট্রান্সফরমার চুরি হয়। তবে চোরের দল সেখান থেকে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে এবং আরেকটি ট্রান্সফরমার লুকিয়ে রেখে যায়। ঘটনার দিন লুকানো ট্রান্সফরমারটি নিতে আসলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদে সে বরগুনা জেলার কাকচিড়া এলাকার রাজিব নামের এক সহযোগীকে সঙ্গে নিয়ে চুরি করার কথা স্বীকার করে।

আটক আমির হোসেন পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামের মৃত মালেক প্যাদার ছেলে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুমু ২

×