ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, অন্ধকারে পুরো জেলা

আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ

প্রকাশিত: ০৫:০৬, ১ আগস্ট ২০২৫

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, অন্ধকারে পুরো জেলা

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে টার দিকে বৃষ্টি শুরু হয় । এতে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এতে দুটি ট্রান্সফরমার পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পরপরই পুরো জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। রাত ১২ টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও দেড় টা থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে অন্ধকারে নিমজ্জিত হয় পুরো জেলা।

Jahan

×