
ছবি: সংগৃহীত
ফেসবুকে ভেসে বেড়াচ্ছে একটি পোস্ট, যা হয়তো আপনারও নজরে এসেছে কিংবা আপনি নিজেও নিজের ছবি ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য এমন পোস্ট করেছেন।
ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ে, “আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।”
কিন্তু চলুন জেনে নেওয়া যাক, এই পোস্ট আসলে ছবি বা ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য কতটা কার্যকর।
তার আগে একবার দেখে নেওয়া যাক ভাইরাল হওয়া মূল পোস্টটি কী বলছে:
“আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।”
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর তথ্য। এই ধরনের পোস্টের কোনো কার্যকারিতা নেই।
মেটার অফিসিয়াল বক্তব্য অনুযায়ী, "Your privacy on Facebook is determined by the settings you choose and the terms you agreed to. Posting a status does not change those agreements."
অর্থাৎ, আপনি কী শেয়ার করবেন, সেটা নির্ধারিত হয় আপনার প্রাইভেসি সেটিংসের মাধ্যমে, কোনো স্ট্যাটাস বা ঘোষণা দিয়ে নয়।
এই ধরনের ঘোষণার কোনো আইনগত বা প্রযুক্তিগত কার্যকারিতা নেই। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় আপনি তাদের টার্মস অব সার্ভিস বা ব্যবহারের শর্তাবলীতে সম্মতি দেন। সেখানে স্পষ্ট করে বলা থাকে, ফেসবুক কীভাবে আপনার কনটেন্ট ব্যবহার করতে পারে। যদি ভবিষ্যতে তারা নীতিমালায় কোনো পরিবর্তন আনে, সেটিও ওই শর্তাবলীতে যুক্ত করা হয় এবং বড় কোনো পরিবর্তনের আগে ব্যবহারকারীদের তা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়।
বিশেষজ্ঞরা আরও বলছেন, সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করার আগে ভাবতে হবে, আমি যা পোস্ট করছি, তা আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে কি না।
যে সকল ছবি বা তথ্য ভবিষ্যতে আপনার জন্য বিপজ্জনক হতে পারে, সেসব ফেসবুকে পোস্ট করা থেকে বিরত থাকা উচিত। যেমন- ব্যক্তিগত মুহূর্তের ছবি, ফোন নম্বর কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।
আপনার নিজের সুরক্ষা, অনেকাংশেই আপনার নিজের হাতে। চাইলেই আপনি নিরাপত্তা রক্ষা করতে পারেন, যদি আপনি সচেতন হন এবং তথ্য বা ছবি শেয়ারে সতর্ক থাকেন। কারণ, 'হুজুগে বাঙালি' হয়ে ট্রেন্ডে গা ভাসিয়ে এমন পোস্ট করে নিজের ছবি বা তথ্য সুরক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় — প্রয়োজন কেবল সচেতনতা।
মুমু ২