
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর আমদানি শুল্ক ৩৫% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত অবৈধ মাদক প্রবাহ নিয়ন্ত্রণে কানাডার ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া জানানোয়।
হোয়াইট হাউসের মতে, “কানাডা ফেন্টানিল ও অন্যান্য অবৈধ মাদক প্রবাহ রোধে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে ট্রাম্প প্রশাসন এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৩৫% ট্যারিফ কার্যকর করেছে।”
তবে, ট্রাম্প প্রশাসন নিশ্চিত করেছে যে USMCA (United States-Mexico-Canada Agreement)-এর আওতাভুক্ত পণ্যসমূহ এই অতিরিক্ত শুল্কের বাইরে থাকবে।
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি জুলাই মাসে বলেছিলেন, “উত্তর আমেরিকায় ফেন্টানিলের অভিশাপ বন্ধে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছি।”
যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক ব্যবস্থা বহু আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বিশেষ করে যারা মাদক প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নীতির সাথে দ্বিমত পোষণ করছে।
মুমু ২