
বিজ্ঞানীরা এখন পার্ক পরিষ্কার করার কাজে শিকারি পাখি ম্যাগপাই ও কাকের অসাধারণ বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে এদের শেখানো হচ্ছে—সিগারেটের অবশিষ্টাংশ, চকলেটের মোড়ক বা বোতলের ঢাকনার মতো ছোট ছোট আবর্জনা কুড়িয়ে বিশেষভাবে তৈরি ডাস্টবিনে ফেললে তারা খাবারের পুরস্কার পাবে।
প্রতিবার সফলভাবে আবর্জনা ফেলার পর একটি ফিডার থেকে খাবার বেরিয়ে আসে, যা এই আচরণকে আরও উৎসাহিত করে।
এই পদ্ধতি শুধু পরিবেশবান্ধব উপায়ে জনসাধারণের স্থান পরিষ্কার রাখার উপায়ই নয়, এটি দেখায় কীভাবে প্রাণীদের বুদ্ধিমত্তাকে পরিবেশ রক্ষায় ব্যবহার করা যায়। কাক ও ম্যাগপাই এই কাজে আদর্শ—তারা স্বভাবগতভাবেই কৌতূহলী, সহজে প্রশিক্ষণ নেয় এবং প্রকৃতিতেও সরঞ্জাম ব্যবহার করার জন্য পরিচিত।
এই উদ্যোগ একদিকে যেমন শহরের আবর্জনা ব্যবস্থাপনায় নতুন ও সহজ পদ্ধতির পথ দেখায়, তেমনই এটি সচেতনতা বাড়ায়—আমরাও যেন পরিবেশের প্রতি দায়িত্বশীল হই। বন্য পাখিদের এইভাবে পুনর্ব্যবহার প্রক্রিয়ায় যুক্ত করা একটি অভিনব ও কার্যকর ধারণা, যেখানে প্রাণীবিজ্ঞান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উদ্যোগ একসাথে মিশে গেছে।
সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তির সমন্বয়ে প্রকৃতিও হতে পারে টেকসই উন্নয়নের অংশীদার—এই প্রকল্প তারই এক চমৎকার উদাহরণ।
সানজানা