
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রকল্প পরিচালকের কার্যালয়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষ্যে শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
১. পদের নাম : ড্রাইভিং ইন্সট্রাক্টর (তাত্ত্বিক)। পদ সংখ্যা: ৪টি। বেতন: ৪০,০০০/-। শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন অটোমোবাইল/ মেকানিক্যাল/ মেরিন/ পাওয়ার পাস। দক্ষতা: অনুমোদিত ড্রইভিং প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রশিক্ষক হিসেবে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক)। পদ সংখ্যা: ৩টি। বেতন: ৪০,০০০/-। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। দক্ষতা: বিআরটিএ’র ইন্সট্রাক্টর লাইসেন্সধারী/ হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বিস্তারিত: www.bmet.gov.bd
আবেদনের শেষ তারিখ ও ঠিকানা: ৬ আগস্ট ২০২৫ তারিখ বিকেল ৫টার পূর্বে প্রকল্প পরিচালক, ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২ (৮ম তলা), কাকরাইল, ঢাকা-১০০০ বরাবর আবেদনপূর্বক উক্ত ঠিকানায় রেজিস্টার্ড/ ডাকযোগে/ কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পৌঁছাতে হবে।