ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

টেসলা এবার চীন নয়, ভরসা করছে কোরিয়াকে

টেসলা ও এলজি’র ৩.৬৭ বিলিয়ন ইউরোর চুক্তি

প্রকাশিত: ০৫:৫৭, ১ আগস্ট ২০২৫

টেসলা ও এলজি’র ৩.৬৭ বিলিয়ন ইউরোর চুক্তি

বিশ্বের বৃহত্তম ব্যাটারি নির্মাতা চীনের CATL-এর উপর নির্ভরতা কমাতে কৌশলগত পদক্ষেপ হিসেবে, টেসলা দক্ষিণ কোরিয়ার এলজি এনার্জি সলিউশনের (LG Energy Solution) সঙ্গে ৩.৬৭ বিলিয়ন ইউরো মূল্যের একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের আগস্ট থেকে ২০৩০ সালের জুলাই পর্যন্ত এলজি টেসলাকে লিথিয়াম আয়রন ফসফেট (LFP) ব্যাটারি সরবরাহ করবে। এছাড়া, চুক্তিতে সাপ্লাই ভলিউম বৃদ্ধির পাশাপাশি মেয়াদ আরও সাত বছর পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

যদিও টেসলা বা এলজি আনুষ্ঠানিকভাবে এই ব্যাটারিগুলো কোথায় ব্যবহার হবে তা জানায়নি, শিল্প বিশ্লেষকদের মতে এগুলো মূলত টেসলার এনার্জি স্টোরেজ সিস্টেম যেমন পাওয়ারওয়াল বা মেগাপ্যাক-এর জন্য ব্যবহার করা হবে। কারণ এলজির যুক্তরাষ্ট্রে অবস্থিত কারখানাগুলো মূলত এনার্জি স্টোরেজে উপযোগী LFP ব্যাটারি উৎপাদনে নিবেদিত।

এলজি এনার্জি সলিউশন বর্তমানে ধীরে ধীরে LFP ব্যাটারি প্রযুক্তির দিকে ঝুঁকছে, যা তুলনামূলকভাবে সস্তা এবং নিরাপদ। এই প্রযুক্তি স্বল্পমূল্যের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) এবং বড় আকারের এনার্জি স্টোরেজ সিস্টেমের জন্য অধিক উপযোগী।

এই চুক্তির মাধ্যমে টেসলা কেবলমাত্র চীনা সরবরাহকারীর উপর নির্ভরতা কমাচ্ছে না, বরং এটি ব্যাটারি সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনার মাধ্যমে খরচ এবং ভূ-রাজনৈতিক ঝুঁকিও হ্রাস করতে পারবে।

Jahan

×