ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নিউইয়র্ক–নিউ জার্সি এখন পানির শহর, বৃষ্টিতে ফ্ল্যাশ ফ্লাডের জোর সম্ভাবনা

প্রকাশিত: ০৫:৪২, ১ আগস্ট ২০২৫; আপডেট: ০৫:৪৩, ১ আগস্ট ২০২৫

নিউইয়র্ক–নিউ জার্সি এখন পানির শহর, বৃষ্টিতে ফ্ল্যাশ ফ্লাডের জোর সম্ভাবনা

নিউইয়র্ক ও নিউ জার্সিতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসকে কেন্দ্র করে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাস্তা প্লাবিত হওয়া, গণপরিবহন ব্যাহত হওয়া এবং আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় কর্মকর্তারা।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই অঞ্চলে হেভি রেইন ব্যান্ড তৈরি হতে পারে, যা অল্প সময়ে বিপুল পরিমাণ বৃষ্টি নামাতে সক্ষম। বিশেষ করে শহুরে এলাকা ও নিম্নাঞ্চলে পানি জমে তীব্র জলাবদ্ধতা এবং ফ্ল্যাশ ফ্লাডিং ঘটতে পারে।

নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল এবং নিউ জার্সি গভর্নর ফিল মারফি উভয়েই নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “রাস্তায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। বিশেষ করে যেসব এলাকায় অতীতে দ্রুত বন্যা হয়েছে, সেসব এলাকার বাসিন্দারা যেন খুব সতর্ক থাকেন।”

এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা সংস্থাগুলোর প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং জনগণকে এলার্ট সিস্টেম চালু রাখার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পূর্ব আমেরিকার এই অঞ্চলে আকস্মিক বন্যা ও আবহাওয়াজনিত দুর্যোগ বেড়ে গেছে। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই বড় ধরনের প্রভাব পড়ছে মানুষের চলাচল ও জননিরাপত্তায়।

Jahan

×