
ছবি: সংগৃহীত
আপনি হয়তো আপনার পেশা ভালোবাসেন, কিন্তু হঠাৎ করেই কাজে আর আগের মতো তৃপ্তি পাচ্ছেন না। এমন অবস্থায় অনেকেই ভাবেন—পুরো পেশাটাই কি পাল্টে ফেলতে হবে? কিন্তু সব সময়ই ক্যারিয়ার বদলের মানে নতুন ইন্ডাস্ট্রিতে যাওয়া নয়। অনেক সময় একই ক্ষেত্রের ভেতরেই ভিন্ন ভূমিকায় বা পরিবেশে কাজ করলেই সমস্যার সমাধান হয়ে যায়।
চলুন দেখে নিই, কোন ৩টি লক্ষণ বলছে—আপনার সময় এসেছে ক্যারিয়ার বদল করার, তবে সেটা একই ইন্ডাস্ট্রির ভেতরেই।
১. আপনি কাজ ভালোবাসেন, কিন্তু টিম বা বস পছন্দ হচ্ছে না
আপনার পেশা হয়তো এখনো ভালো লাগে। কিন্তু কর্মপরিবেশ—যেমন টিম, বস বা অফিস সংস্কৃতি—আপনাকে হয়রান করছে? যদি আপনি বারবার খারাপ কমিউনিকেশন, মাইক্রো ম্যানেজমেন্ট, বা রাজনীতির শিকার হন, তবে সেটা হয়তো আপনার ভালোবাসার কাজটিকে ধীরে ধীরে বিষিয়ে তুলছে।
এই ক্ষেত্রে পুরো ইন্ডাস্ট্রি ছাড়ার দরকার নেই। বরং অন্য কোনো প্রতিষ্ঠান বা টিমে গিয়ে নতুন পরিবেশে কাজ করলে আপনার আগ্রহ আবার ফিরতে পারে। মনে রাখবেন, আপনার দক্ষতা এমন একটা জায়গায় কাজে লাগানো উচিত, যেখানে আপনাকে সম্মান ও বিকাশের সুযোগ দেওয়া হয়।
২. কয়েক বছর ধরে একই পজিশনে আটকে আছেন
একই পদে অনেক বছর কাটানো একদিকে দক্ষতার প্রমাণ, কিন্তু অন্যদিকে তা স্থবিরতারও সংকেত হতে পারে। যদি ৫ বছর বা তার বেশি সময় ধরে একই দায়িত্বে কাজ করছেন, এবং নতুন কিছু শেখা, পদোন্নতি বা চ্যালেঞ্জ আসছে না—তবে এটা ভাবার সময় এসেছে আপনি কোথায় যাচ্ছেন।
আপনার প্রতিষ্ঠানে যদি এগিয়ে যাওয়ার রাস্তা না থাকে, তাহলে অন্য কোথাও সুযোগ খোঁজাই ভালো। একই ইন্ডাস্ট্রিতে থেকে নতুন কোনো কোম্পানি, বিভাগ বা ভূমিকায় গেলে আপনি আবার উজ্জীবিত অনুভব করতে পারেন।
৩. আপনি এক্সপার্ট, কিন্তু এখন আর কোনো উত্তেজনা নেই
আপনি হয়তো এতটাই দক্ষ হয়ে গেছেন যে কাজ এখন আপনার জন্য খুবই সহজ। কিন্তু সেই সঙ্গে হারিয়ে গেছে আগের উত্তেজনা ও শেখার আগ্রহ? এটা খুব সাধারণ। অনেক অভিজ্ঞ পেশাজীবীই একটি পর্যায়ে এসে এমন অবস্থায় পড়েন, যেখানে কাজ পারফেক্টভাবে করছেন ঠিকই, কিন্তু আর কোনো নতুন কিছু শিখছেন না।
এটা মানেই এই নয় যে আপনি ভুল পেশায় আছেন। বরং, আপনি হয়তো শুধু আপনার বর্তমান পজিশনের সীমা পার করে ফেলেছেন। নতুন কোনো চ্যালেঞ্জ—যেমন নতুন ক্লায়েন্ট নিয়ে কাজ, অন্য কোনো বিশেষায়নে যাওয়া, স্টার্টআপে যোগ দেওয়া কিংবা কনসালটিং—আপনার আগ্রহ ফিরিয়ে আনতে পারে।
কাজে অখুশি হলেই নতুন পেশা খোঁজার দরকার নেই। বরং, কৌশলগতভাবে একই ইন্ডাস্ট্রির ভেতরে নতুন জায়গা, রোল বা সুযোগ খোঁজাই হতে পারে বুদ্ধিমানের কাজ। এতে আপনি আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও আগ্রহ ও সাফল্য ফিরে পেতে পারেন।
এই তিনটি লক্ষণ যদি আপনার সঙ্গে মেলে, তাহলে হয়তো সময় এসেছে—একই ইন্ডাস্ট্রির ভেতরেই আপনার ক্যারিয়ারে নতুন দিক খুঁজে নেওয়ার।
শিহাব