ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সুনীল শেট্টির বিস্ফোরক মন্তব্য: ভার্চুয়াল জগতই কি সম্পর্কের বিচ্ছেদের কারণ?

প্রকাশিত: ০১:৫১, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ০১:৫২, ২৭ জুলাই ২০২৫

সুনীল শেট্টির বিস্ফোরক মন্তব্য: ভার্চুয়াল জগতই কি সম্পর্কের বিচ্ছেদের কারণ?

বলিউড অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি আধুনিক সম্পর্কের ভঙ্গুর অবস্থার জন্য ভার্চুয়াল দুনিয়াকে দায়ী করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের অতিরিক্ত আসক্তির কারণে বাস্তব জীবনে সত্যিকারের যোগাযোগ ও বোঝাপড়া হারিয়ে যাচ্ছে। তাঁর মতে, এর ফলেই অনেকে বিয়ের আগেই বিচ্ছেদের মুখোমুখি হচ্ছেন এবং সম্পর্কে সেই গভীরতা থাকছে না।

সুনীল শেট্টি উল্লেখ করেন, আগে সম্পর্কগুলো অনেক বেশি দৃঢ় ছিল, কারণ মানুষ একে অপরের সঙ্গে সরাসরি সময় কাটাত ও চোখে চোখ রেখে কথা বলত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া, চ্যাট অ্যাপ ও ভার্চুয়াল যোগাযোগের কারণে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়েছে।

তাঁর মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মানুষকে আবার বাস্তবতার দিকে ফিরে আসতে হবে, একে অপরকে সময় দিতে হবে এবং মানসিকভাবে উপস্থিত থাকতে হবে। অভিনেতা আরও বলেন যে, ডিজিটাল জগতে এতটাই ডুবে আছে মানুষ যে বাস্তব সম্পর্কের প্রতি ধৈর্য, বোঝাপড়া ও সময় দেওয়ার মানসিকতা তাদের নেই। ছোটখাটো সমস্যাতেও মানুষ বিচ্ছেদের পথে হাঁটছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন সুনীল। তিনি মনে করেন, ভার্চুয়াল দুনিয়া মানুষকে বাস্তবতা ভুলিয়ে দিচ্ছে এবং পরিবারের একে অপরকে সময় দেওয়ার জায়গাটি এখন সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে।

রাজু

×