ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আমি মরে গেলে আফসোস করবেন না ॥ মৌ শিখা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩১, ২৬ জুলাই ২০২৫

আমি মরে গেলে আফসোস করবেন না ॥ মৌ শিখা

মৌ শিখা

অভিনয়ের ২৫ বছর কেটে গেছে অভিনেত্রী মৌ শিখার। অভিনয় করে এখনো সংসার চলছে তার। এখনো ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পারিশ্রমিকের জন্য দর কষাকষি করতে হয় তাকে। শিখা মৌ বলেন, গত আড়াই মাস ধরে হঠাৎ কাজ কমে গেছে। মাসে তিন-চারটা কল পাই। তারপরও দেখা যাচ্ছে রেমুনারেশন নিয়ে ঝামেলা। আমি ২৫ বছর কাজ করার পরও ৫ হাজার টাকা চাইলে অনেকে মনে করে বেশি চেয়ে ফেলেছি। এই টাকা কি অনেক বেশি ? নতুনরা এসেই তো কত টাকা নিচ্ছে। কেউ অসুবিধার কথা বললে আমি কম টাকায়ও কাজ করে দেই। 
অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার শুরু হয় নাগরিক নাট্যাঙ্গন থেকে। পরে কাজ করেছেন টিভি নাটক ও চলচ্চিত্রেও। গত আড়াই মাস কোনো কাজ পাচ্ছেন না এই অভিনেত্রী। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, এখন নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম। গত আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। কীভাবে মনে হবে যে, আমি অভিনয় শিল্পী ? অথচ অভিনয় করেই আমার সংসার চলে। তিনি লিখেছেন, বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও জানি মৃত্যুর পর কিছু মানুষ আমাকে মনে রাখবে।

হয়ত বলবে, আহারে মহিলা কত ভাল ছিল, কত সহজ-সরল ছিল, কারও সাথে-পাছে ছিল না। মহিলার আত্মা শান্তি পাক। কিন্তু তাতে কী লাভ ? বেঁচে থাকতে তো দরকার কাজ। আমার অনুরোধ, মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও দরকার নেই।ফেসবুকে পোস্ট দেওয়ার পর কেউ কি যোগাযোগ করেছে ? জানতে চাইলে শিখা বলেন, না, কেউ যোগাযোগ করেনি। তবে দু’জন ডিরেক্টর ফোন করে ডেট নিয়েছেন। জানি না তারা স্ট্যাটাস দেখেছেন কি না। ওই নাটকে আমার কো-আর্টিস্ট আবুল হায়াত। মৌ শিখা অভিনীত সিনেমা ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’ ইত্যাদি।

প্যানেল হু

×