
ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অপটিক্যাল ইলিউশন এবার নেটিজেনদের সামনে এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে—তারা কি ৭ সেকেন্ডে খুঁজে বের করতে পারবে ছবির মধ্যে লুকিয়ে থাকা ব্যাঙটিকে?
ছবিতে দেখা যাচ্ছে একটি শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ, যেখানে ছড়িয়ে আছে অনেক পাথর। এই পাথরগুলোর মাঝে কোথাও একটি ব্যাঙ লুকিয়ে রয়েছে, যার রঙ ও টেক্সচার আশেপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে এক নজরে চোখে পড়বে না। এই সাধারণ দেখাতে লাগা ছবিটিই পরিণত হয়েছে পর্যবেক্ষণ ও মনোযোগের এক পরীক্ষায়।
ভাইরাল ৭ সেকেন্ডের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ
এই ইলিউশনটির নিয়ম সহজ—ছবিটিতে ভালো করে চোখ রাখুন, আর ৭ সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করুন লুকানো ব্যাঙটিকে।
টিপস: ব্যাঙের রঙ ও টেক্সচার পাথরের সঙ্গে মিলে গেছে, তাই খেয়াল করুন কোথায় আকার বা আলো-ছায়ার মাঝে অমিল রয়েছে। ডান পাশের পাথরগুলো খেয়াল করে দেখুন। কোথাও যদি রঙের ভিন্নতা বা অস্বাভাবিক ছায়া পড়ে থাকে, সেটাই হতে পারে ক্লু। ধাঁধাঁতে আটকে গেলে কিছু সময় পরে আবার চেষ্টা করুন।
ব্যাঙ খুঁজে পেলেন?
এখনো খুঁজে না পেলে জানিয়ে রাখি—ছবির বাম পাশে ব্যাঙটি লুকিয়ে রয়েছে। তার রঙ আশেপাশের পাথরের সঙ্গে এতটাই মিশে আছে যে খেয়াল না করলে চোখে পড়বে না।
এই ধরনের অপটিক্যাল ইলিউশন শুধু মজারই নয়, বরং একাধিক মানসিক দক্ষতা বাড়াতে সহায়ক। এগুলো আমাদের মনোযোগ, পর্যবেক্ষণ ক্ষমতা এবং মস্তিষ্কের সক্রিয়তা উন্নত করতে সাহায্য করে।
অপটিক্যাল ইলিউশন আমাদের মস্তিষ্ককে এমনভাবে বিভ্রান্ত করে যে বাস্তব জিনিসকেও আমরা ভুলভাবে দেখি। আলোর প্রতিফলন, রঙ, আকার ও কনট্রাস্টের কারণে আমাদের দৃষ্টিভ্রম ঘটে।
মূলত তিন ধরনের অপটিক্যাল ইলিউশন রয়েছে:
লিটারাল ইলিউশন – ভিজ্যুয়াল অবজেক্টের বিভ্রান্তিকর উপস্থাপন
ফিজিওলজিকাল ইলিউশন – অতিরিক্ত আলো বা রঙে চোখ ও মস্তিষ্কে প্রভাব পড়ে
কগনিটিভ ইলিউশন – মস্তিষ্কের অবচেতন চিন্তা থেকে তৈরি বিভ্রম
এই ছবিতে ব্যাঙটিকে লুকাতে ব্যবহার করা হয়েছে ক্যামোফ্লাজ ও প্রাকৃতিক মিশ্রণের কৌশল, যা আমাদের দৃষ্টিকে প্রতারিত করে।
শিহাব