ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কক্সবাজারের চকরিয়া ডেমুশিয়ায় আপন চাচিকে নিয়ে ভাতিজার পলায়ন, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৩৬, ২৫ জুলাই ২০২৫

কক্সবাজারের চকরিয়া ডেমুশিয়ায় আপন চাচিকে নিয়ে ভাতিজার পলায়ন, এলাকায় চাঞ্চল্য

ছবি: জনকণ্ঠ

চকরিয়া ডেমুশিয়ার মুছা পাড়ায় ভাতিজার সঙ্গে আপন চাচির পলায়নকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজ শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়েছেন এক ভাতিজা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) একই এলাকার আত্মীয় হারুনুর রশীদের ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিউল দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।

অভিযোগকারী মোহাম্মদ আজিজ বলেন, এই অবৈধ সম্পর্ক আমরা আগেও টের পেয়েছি। একবার স্থানীয়রা দুজনকে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। তখন সামাজিকভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু তারপরেও সম্পর্ক চলমান থাকে। সর্বশেষ ভোর ৪টার দিকে বাচ্চাসহ পালিয়ে গেছে তারা।

জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজার কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙনের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।

প্রবাসী ভাইদের প্রতি সতর্কবার্তায় স্থানীয়রা বলেছেন, এ ঘটনায় এলাকার সচেতন মহল প্রবাসে থাকা ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, স্ত্রী-সংসারের খোঁজ-খবর ও সামাজিক দায়বদ্ধতা যেন অবহেলায় না পড়ে। সম্পর্কের বিশ্বাস যেন ভেঙে না যায়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।

আবির

×