
ছবি: সংগৃহীত
ইসরায়েলের টিনশেমেত গুহায় প্রত্নতাত্ত্বিকরা এক লাখ বছর আগের এক প্রাচীন কবরস্থানের সন্ধান পেয়েছেন। এটি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন সমাধিস্থল, যেখানে মানুষের দেহাবশেষ কূপের ভেতর সযত্নে ফিটাল ভঙ্গিতে (ভ্রূণ মুদ্রায়) রাখা ছিল।
কঙ্কালের পাশে প্রাণীর হাড়, পাথর ও লাল রঙের খনিজ পদার্থ (ওখার) পাওয়া গেছে। এগুলোর দৈনন্দিন কাজে ব্যবহার না থাকায় ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ধর্মীয় আচার বা মৃত্যুর পর আত্ত্বার প্রতি সম্মান জানানোর অংশ ছিল।
এই কবরস্থানের দেহাবশেষ এত ভালোভাবে সংরক্ষিত থাকার কারণ, নিয়মিত আগুন জ্বালানোর ফলে গঠিত ছাই, বৃষ্টি এবং চুনাপাথরের মিশ্রণে এক ধরনের রক্ষাকারী পরিবেশ তৈরি হয়েছিল।
গবেষকেরা মনে করছেন, এই আবিষ্কার আমাদের প্রাচীন পূর্বপুরুষদের অনুভূতি, বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি একটি নতুন জানালা খুলে দিয়েছে।
টিনশেমেত গুহা মধ্য প্যালিওলিথিক যুগের, সময়কাল ২ লাখ ৫০ হাজার থেকে ৩০ হাজার বছর আগের। এখানকার দু’টি সম্পূর্ণ কঙ্কাল ও তিনটি খণ্ডিত খুলি এখনও বিশ্লেষণের অধীনে রয়েছে। এগুলো হোমো স্যাপিয়েন্স, নিয়ানডারথাল, নাকি অন্য কোনো প্রজাতির, তা নিশ্চিত হয়নি।
গবেষকেরা বলছেন, এই কবরস্থান শুধু মৃত্যু নয়, পূর্বপুরুষের জমির ওপর মালিকানার অনুভূতিও প্রকাশ করে—এক ধরনের “এই জমি আমার” বলে জানানোর প্রাচীন উপায়।
আবির