ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ, ধস নেমেছে ট্যুরিজম ব্যবসায়

প্রকাশিত: ২১:৩০, ২৫ জুলাই ২০২৫

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ, ধস নেমেছে ট্যুরিজম ব্যবসায়

করোনার পর সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাত খুলে গেলে ভিজিট ভিসা সুবিধায় বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে পাড়ি জমান। পর্যটনের ভরা মৌসুমে প্রবাসী বাংলাদেশিরা পাঁচ শতাধিক ট্যুরিজম, ট্রাভেল ও ডকুমেন্টেশন কোম্পানি গড়ে তোলেন যারা টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, গাইড সেবা, ভিসা প্রসেসিং, অফিস অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি নানা ধরনের সেবা দিয়ে আসছিলেন।

কিন্তু হঠাৎ করেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দেয় আমিরাত সরকার। এর ফলে চরম বিপাকে পড়েছে এসব কোম্পানি। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে তারা বাংলাদেশ থেকে কোনো পর্যটক আনতে পারছেন না, কোনো ভিসা প্রসেসিংও করতে পারছেন না।

একজন ট্রাভেল উদ্যোক্তা বলেন, “আমরা এখন লাইসেন্স করতেও পারছি না, নতুন ভিসাও লাগাতে পারছি না। শুধু বাংলাদেশি ন্যাশনালিটির জন্য সব বন্ধ। অথচ এই ব্যবসার মাধ্যমে বহু বাংলাদেশি পরিবার চলছিল।”

তিনি আরও জানান, কিছু লোক কাজের ভিসা নিয়ে ভিজিট ভিসা দেখিয়ে দেশে ঢুকছেন, কেউ ইনভেস্টর ভিসা নিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করছেন যা আমিরাত সরকারের চোখে নেতিবাচক প্রভাব ফেলেছে।

বর্তমানে ইউরোপ ও ইন্দো-চায়না রিজিয়নের পর্যটকদের টার্গেট করেও ব্যবসায়ীরা সাফল্য পাচ্ছেন না। বাংলাদেশি ট্যুরিস্টদের অনুপস্থিতিতে পুরো বাজারে মন্দাভাব চলছে।

এমন অবস্থায় ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ট্যুরিজম ব্যবসা পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। তাদের মতে, এখনই সঠিক পদক্ষেপ না নিলে হাজার হাজার ব্যবসা ও কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।

Jahan

×