ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কুমিল্লার মাটিতে এবার চাষ হচ্ছে ‘কালো আখ’ — কৃষিতে নতুন সম্ভাবনার উন্মোচন!

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুমিল্লা

প্রকাশিত: ১০:৫৯, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ১০:৫৯, ২৬ জুলাই ২০২৫

কুমিল্লার মাটিতে এবার চাষ হচ্ছে ‘কালো আখ’ — কৃষিতে নতুন সম্ভাবনার উন্মোচন!

ছবি: সংগৃহীত

কুমিল্লার কৃষিতে নতুন চমক — কালো রঙের আখের সফল চাষ! দেবীদ্বার উপজেলার বালিবাড়ী গ্রামের কৃষক আবুল কালাম পরীক্ষামূলকভাবে চাষ করে পেয়েছেন আশানুরূপ ফলন। এর আগেও কালো রঙের টম্যাটো নিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল কুমিল্লা।

আবুল কালামের ব্যতিক্রমী উদ্যোগ গত বছর উত্তরবঙ্গ থেকে কালো আখের ৬টি গিঁট সংগ্রহ করে বাড়ির পাশে রোপণ করেন আবুল কালাম। চলতি বছর তার বাগানে সেই আখ গাছ থেকেই লম্বা, শক্ত এবং রসালো কালো আখের ফলন হয়।

স্বাদে ও দামে অনন্য কালো আখ আবুল কালাম জানান, এই আখ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি রসেও মিষ্টি। প্রতি গিঁট বর্তমানে ৫০ টাকায় বিক্রি হচ্ছে উত্তরাঞ্চলে। তিনি আশা করছেন কুমিল্লাতেও এর চাহিদা বাড়বে।

বাণিজ্যিক সম্ভাবনা বিশাল, বলছে কৃষি বিভাগ কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইউব মাহমুদ জানান, “এই জেলার মাটি কালো আখের জন্য খুবই উপযোগী। যদিও এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে কেউ চাষ শুরু করেনি, তবে আগ্রহীরা সম্পূর্ণ সহযোগিতা পাবে।”

মাঠ পরিদর্শনে সাংবাদিকরা আখের মাঠ পরিদর্শন করেছেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। তার নেতৃত্বে একদল সাংবাদিক কৃষকের সঙ্গে কথা বলেন এবং আখ চাষে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

কুমিল্লায় কালো আখ চাষের এই সাফল্য ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সঠিক পরিকল্পনা ও কৃষি বিভাগের সহায়তা পেলে এটি হয়ে উঠতে পারে জেলার অন্যতম লাভজনক কৃষি পণ্য।

আসিফ

×