ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

গাজায় ‘ইচ্ছাকৃত দুর্ভিক্ষ’ নিয়ে লন্ডনে প্রতিবাদ

প্রকাশিত: ২০:০৪, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ২০:০৬, ২৬ জুলাই ২০২৫

গাজায় ‘ইচ্ছাকৃত দুর্ভিক্ষ’ নিয়ে লন্ডনে প্রতিবাদ

গাজায় প্রতিদিন অনাহারে প্রাণ হারাচ্ছেন মানুষ, শিশুদের মধ্যে বাড়ছে অপুষ্টি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের দৃশ্য নিয়মিত উঠে আসছে, যেখানে গাজার মানুষ ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে হাঁড়ি-পাতিল হাতে দাঁড়িয়ে থাকে। এবার, সেই অবস্থা অবলম্বন করে লন্ডনের ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ের সামনে প্রতীকী প্রতিবাদ করা হয়েছে।শুক্রবার, সেখানে হাজারো বিক্ষোভকারী সমবেত হন। তারা ১০০০ হাঁড়ি-পাতিল রেখে গাজার জনগণের জন্য ইসরাইলের ‘ইচ্ছাকৃত দুর্ভিক্ষ নীতি’ বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই প্রতিবাদটি আয়োজন করে 'প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন' (পিএসসি) সহ বিভিন্ন সংগঠন। বিক্ষোভকারীরা বলেন, গাজায় খাবারের জন্য বেরিয়ে ইসরাইলি বাহিনীর হাতে নিহত ১,০০০-এরও বেশি ফিলিস্তিনির স্মরণে হাঁড়িগুলো রাখা হয়েছে।বিক্ষোভকারীরা তাদের হাতে ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে ইসরাইলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার’ অভিযোগ আনেন। পাশাপাশি, তারা ব্রিটিশ সরকারের ভূমিকার সমালোচনা করেন, এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবার সম্মিলিত প্রতিবাদের আহ্বান জানান।

রাজু

×