ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

শতাব্দীর বিরলতম সূর্যগ্রহণ: অন্ধকারে ডুবে যাবে পৃথিবীর একাংশ

প্রকাশিত: ০৪:৪০, ২৭ জুলাই ২০২৫

শতাব্দীর বিরলতম সূর্যগ্রহণ: অন্ধকারে ডুবে যাবে পৃথিবীর একাংশ

ছবি: সংগৃহীত

আগামী ২ আগস্ট নয়, ২০২৭ সালের ২ আগস্ট পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে এক বিরল সূর্যগ্রহণে। শতাব্দীর দীর্ঘতম এই পূর্ণ সূর্যগ্রহণ চলবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড, যা বিগত ১২৩ বছরে (১৯৯১-২১১৪) পৃথিবী থেকে দেখা যাওয়া সূর্যগ্রহণগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ।

এই সূর্যগ্রহণ ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দৃশ্যমান হবে। মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন, সোমালিয়া ও স্পেনের কিছু অঞ্চলের প্রায় ৮ কোটি ৯০ লাখ মানুষ এই গ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

আধুনিক বিজ্ঞানে আগেভাগেই জানা সম্ভব

প্রাচীন যুগে হঠাৎ অন্ধকার নামলে আতঙ্ক ছড়িয়ে পড়ত, পাল্টে যেত রাজসিংহাসনের ভাগ্য। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান এমন ঘটনার পূর্বাভাস দিতে সক্ষম হওয়ায়, আজ তা শুধুই বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য।

যুক্তরাজ্যের রয়্যাল মিউজিয়ামস গ্রিনউইচ-এর জ্যোতির্বিদ গ্রেগ ব্রাউন জানান, ‘সূর্যগ্রহণ সাধারণত কয়েক সেকেন্ড থেকে সর্বোচ্চ ৭.৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এটা নির্ভর করে চাঁদ ও সূর্যের আপাত আকার এবং পৃথিবী থেকে তাদের দূরত্বের ওপর।’

সূর্যগ্রহণ কীভাবে হয়?

সূর্য ও পৃথিবীর মাঝামাঝি অবস্থানে চাঁদ চলে এলে এবং সূর্যের আলো সম্পূর্ণ বা আংশিকভাবে বাধাপ্রাপ্ত হলে সূর্যগ্রহণ ঘটে। এটি কেবল অমাবস্যা-তে সম্ভব, কারণ সে সময় চাঁদ ঠিক সূর্য ও পৃথিবীর মাঝখানে থাকে। তবে চাঁদের কক্ষপথ সামান্য হেলানো হওয়ায় এই গ্রহণ নিয়মিত ঘটে না।

সূর্যগ্রহণের ধরন তিনটি

১. পূর্ণ সূর্যগ্রহণ (Total Solar Eclipse) – চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেয় এবং কেবল সূর্যের বহির্বৃত্ত বা করোনা দেখা যায়।

২. আংশিক সূর্যগ্রহণ (Partial Solar Eclipse) – চাঁদ সূর্যের আংশিক অংশ ঢেকে দেয়।

৩. বলয়গ্রাস সূর্যগ্রহণ (Annular Solar Eclipse) – চাঁদ সূর্যের তুলনায় ছোট দেখায়, ফলে সূর্যকে ঘিরে একটি উজ্জ্বল বলয় দেখা যায়।

কেন এত গুরুত্বপূর্ণ ২০২৭ সালের সূর্যগ্রহণ?

শুধু দীর্ঘতম বলেই নয়, ২০২৭ সালের এই গ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটি একটি বিরল ঘটনা, যা এই শতকের আর কোনো সময়ে পুনরাবৃত্তি না-ও হতে পারে। জ্যোতির্বিদদের মতে, যারা সরাসরি এটি দেখার সুযোগ পাবেন, তাদের জন্য এটি হতে পারে জীবনের স্মরণীয় এক মুহূর্ত।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×