ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মেটার এআই পরিকল্পনার নেতৃত্বে এবার চ্যাটজিপিটির সহ-নির্মাতা

প্রকাশিত: ০৬:২৭, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ০৬:২৮, ২৭ জুলাই ২০২৫

মেটার এআই পরিকল্পনার নেতৃত্বে এবার চ্যাটজিপিটির সহ-নির্মাতা

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির সহ-নির্মাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক শেংইয়া ঝাও এখন মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘ঝাও মেটার গবেষণায় দিকনির্দেশনা দেবেন ও আমাদের নতুন ল্যাবের নেতৃত্ব দেবেন।’

মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবটি সরাসরি জাকারবার্গ এবং প্রতিষ্ঠানটির প্রধান এআই কর্মকর্তা অ্যালেক্স ওয়াংয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ ল্যাব পরিচালিত হচ্ছে মেটার মূল গবেষণা শাখা ‘ফেয়ার’-এর বাইরে, একটি স্বতন্ত্র ইউনিট হিসেবে।

শেংইয়া ঝাও এর আগে ওপেনএআই-তে কাজ করেছেন, যেখানে তিনি চ্যাটজিপিটি, জিপিটি-৪ এবং ওথ্রি (০৩) মডেলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে নেতৃত্ব দেন। মেটার লক্ষ্য এখন ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (AGI)’ অর্জন এবং এআই প্রযুক্তিকে উন্মুক্ত ও গণসুলভ করে তোলা।

জাকারবার্গ জানিয়েছেন, বিশ্বের সেরা গবেষকদের নিয়ে গঠিত ৫০ সদস্যের সুপারইন্টেলিজেন্স টিম গঠনের লক্ষ্যে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন। এ টিমে সম্প্রতি ওপেনএআই’র আরও তিন গবেষকলুকাস বেয়ার, আলেক্সানডার কোলেসনিকভ ও শাহুয়া জাইযোগ দিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মেটার লামা-৪ মডেল প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এআই পরিকল্পনায় নতুন কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। শীর্ষ গবেষকদের আকৃষ্ট করতে মেটা বেশ উদার আর্থিক প্যাকেজও অফার করছে।

 

সূত্র: https://fortune.com/2025/07/26/meta-openai-hire-shengjia-zhao-superintelligence-group-chief-scientist/

রাকিব

×